কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে খোদেজা বেগম নামে এক বিধবা নারীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় শাহীন মিয়া নামে এক রং মিস্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
শাহীন একই গ্রামের মরহুম সাইদুল হক প্রকাশ ছুট্টু মিয়ার ছেলে। বিধবা নারী খোদেজা বেগম পাশের বাড়ির মরহুম মুছা কলিম উল্লাহর স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝিকড্ডা গ্রামের শাহীন মিয়া পাশের বাড়ির বিধবা খোদেজা বেগমের ঘরে আসা-যাওয়া করতেন। এরই মধ্যে বিধবার নতুন বিল্ডিং ঘরের রঙের কাজ করে শাহীন মিয়া।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে খোদেজা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন বেরিয়ে এলে শাহীন মিয়া পালিয়ে তার ঘরে চলে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় বিধবা খোদেজা বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ভুক্তভোগী বিধবা খোদেজা বেগম পাশের বাড়ির শাহীন মিয়ার নাম বললে তাৎক্ষণিক পুলিশ ঘর থেকে তাকে আটক করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আহত ওই নারীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক শাহীন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।’