ব্লগার রাজিব হত্যা মামলায় দীর্ঘ ১১ বছর কারাবন্দী ইসলামী ব্লগার শফিউল রহমান ফারাবীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) আসর নামাজের পর ‘জাস্টিস ফর ফারাবী’ টিমের আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফারাবী নির্দোষ, তাকে ইসলামী চিন্তা-চেতনার কারণে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে। ব্লগার রাজিব হত্যা মামলায় তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ৩১ জুলাই জামিন পেলেও এখনো মুক্তি দেয়া হয়নি তাকে। এটি আইনের চরম লঙ্ঘন।
তারা আরো বলেন, ফারাবী কখনোই সহিংসতা সমর্থন করেননি। তাকে জড়ানো হয়েছে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে। এটা মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করারই অপচেষ্টা।
মানববন্ধনে মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা ইউসুফ ভুইয়া, আবু বকর, আরিফ বিল্লাহ, আজিজ তাহসিন আরাফাত ও মারুফ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন মাওলানা সৈয়দ কাসেম। এ সময় রিদোয়ান, রাশেদুল ইসলাম মুন্না, খালেদ মোশাররফ, নিয়ামুল ইসলাম, শাহিন মোল্লা, ইয়াসিন আহমেদ, আব্দুল্লাহ কাফি, শফিউল্লাহ সাদেকী, ইকরামুল মারজান, সাব্বির আহমেদ হানিফ, জসিম মাহমুদ, আহমেদ মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া মানববন্ধনে স্থানীয় ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকরা অংশ নেন।
এদিকে মানববন্ধন শেষে আয়োজকরা জানান, আগামী রোববার আপিল শুনানির ফলাফলের ওপর কড়া নজর রাখা হবে। ফারাবী মুক্তি না পেলে বৃহত্তর আন্দোলন করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে ব্লগার রাজিব হত্যা মামলায় শফিউল রহমান ফারাবীকে আসামি করা হয়।