জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় শাহীন মিয়া (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহীন পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকার এবারুল মিয়ার ছেলে। তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদি হয়ে ৩৫৯ জনের নামে একটি নাশকতার মামলা করেন। রাতে ওই মামলায় যুবলীগ নেতা শাহীনকে গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন নয়া দিগন্তকে জানান, যুবলীগ নেতা শাহীনকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।



