টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে প্রার্থী মনোনয়ন দেয়া নিয়ে মধুপুরে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌরশহরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত স্বপন ফকির ও মনোনয়নবঞ্চিত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে । এসময় দুগ্রুপের সংঘর্ষের মাঝে দুটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেয়াসহ আহত হন তিন জন।
জানা যায়, টাঙ্গাইল-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলের প্রাথমিক মনোনয়ন পান। এরপর থেকেই বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী সমর্থিত নেতাকর্মীরা মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে মোহাম্মদ আলীর সমর্থকদের বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিকেল সোয়া ৪টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় লাইফ কেয়ার হাসপাতাল ও এশিয়া হাসপাতাল নামে দুটি প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ একটিতে অগ্নিসংযোগ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ জনগণ ও পথচারীদের মধ্যে। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা আনারস চত্বর হয়ে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষের ব্যাপারে বিএনপির কোনো পক্ষের নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।



