খুলনায় হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়নি এবং প্রশাসনের ব্যর্থতা বা মদদেই অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খুলনায় হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খুলনায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ পর নগরীর বায়তুন নূর মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শিববাড়ির মোড়ে এসে গায়েবানা জানাজা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার বিপ্লবী ছাত্রজনতা এসব কর্মসূচি পালন করেন।

শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী ও তাদের মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ভারতে পালিয়ে থাকা হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে। এর ব্যত্যয় ঘটলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

তার অভিযোগ করে বলেন, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়নি এবং প্রশাসনের ব্যর্থতা বা মদদেই অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।

সমাবেশ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তৃব্য দেন আল শাহরিয়ার, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবুজার আলকামা, তাসনিম চৌধুরী, ড. আব্দুল্লাহ চৌধুরী, মিরাজ হোসেন, সাইফ নেওয়াজ, নিয়াজ আলম রনি প্রমুখ।