ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামে এক বিএনপি নেতা মারা গেছেন। এই ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের বাসিন্দা এবং মরহুম মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরাকে (১৪) নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা সুগার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন মারা যান।
আহত স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক মিনি ট্রাক ও চালক নাইম হোসেনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এ ছাড়া তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।