নলডাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

নাটোরের নলডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুল আসামি মো: মনিরুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
নলডাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুল আসামি মো: মনিরুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মো: মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের মো: রমজান আলী শেখের ছেলে। এই ঘটনায় রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মো: মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর সাথে সম্প্রতি মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে গ্রেপ্তারকৃত মো: মনিরুল ইসলামের সাথে। গত ২০ অক্টোবর রাতে মনিরুল ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নলডাঙ্গা কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানে মনিরুল ইসলাম ও তার সাথে থাকা সেলিম ও হাবিব ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় সাথে জড়িত মূল অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।