বড়াইগ্রামে ২ আ’লীগ নেতা গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Baraigram
বড়াইগ্রামে ২ আ’লীগ নেতা গ্রেফতার
বড়াইগ্রামে ২ আ’লীগ নেতা গ্রেফতার |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তাদেরকে লক্ষ্মীকোল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন বড়াইগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মাসুদ রানা মান্নান ও বড়াইগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মোসলেম উদ্দিন মন্ডল।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো: মাহবুবুর রহমান বলেন, ‘গ্রেফতারদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।‘