জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থী ও আলেম-উলামাদের অবদান অনস্বীকার্য মন্তব্য করে আগামী সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বরুণার পীর ও আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়াল উলূম হামিদনগর বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ‘২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। নির্বাচনী জোটে আমাদের মধ্যে আদর্শিক দ্বিমত থাকতে পারে, তবে নির্বাচনী লড়াইয়ে আমরা এক। ভোট আমানত, দ্বীনদার সৎপরায়ণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকে ভোট দেয়া নৈতিক দায়িত্ব। এই নির্বাচনে ভোট দেবেন আপনার পছন্দের যেকোনো প্রার্থীকে, তবে গণঅভ্যুত্থানের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট না দিলে সামনে বড় বিপদ আছে, ভবিষ্যতে আবার স্বৈরাচার কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’
শনিবার ভোরে লাখো মুসল্লির ‘আমীন’-আমীন’ ধ্বনিতে বরুণা মাদরাসার ইসলামী মহাসম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। তার আগে শুক্রবার সকাল ১০ টায় বরুণা মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে মহাসম্মেলনের উদ্বোধনী বয়ান পেশ করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও দ্বীন টিভি ইউকের চেয়ারম্যান মাওলানা শেখ বদরুল আলম হামিদী।
বরুণা মাদরাসার সদরে মুহতামিম হাফিজ মাওলানা সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে দিন-রাতব্যাপী সম্মেলনে আরো বয়ান পেশ করেন খেলাফত মজলিসের আমির বরেণ্য আলেম আল্লামা আব্দুল বাছিত আজাদ, শায়খুল হাদিস আল্লামা হাফেজ ওলিউর রহমান বর্ণভী, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) মহাসচিব আলল্লামা মাহফুজুল হক, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি আনোয়ার হোসাইন চিশতি, মুফতি উবায়দুর রহমান হোজাইফি, মাওলানা শোয়াইব আহমদ আশরাফি, মাওলানা মুজিবুর রহমান মুজাহির, মুফতি মুশাহিদ কাসেমি, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা হাফেজ সাদ আহমদ বর্ণভীসহ অর্ধশতাধিক দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ।
সম্মেলনে বক্তারা বলেন, ‘ঐক্য মুসলমানদের বড় শক্তি। মুসলিম উম্মাহকে বিভক্তির পথ পরিহার করে ইসলামের পক্ষে এক হতে হবে। মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না। ইসলামকে শক্তিশালী করতে আমাদের অহংকার, গর্ব এবং হিংসা পরিহার করে পীর-উলামাদের নেতৃত্বে একত্রিত হতে হবে।’
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
সম্মেলনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী।



