নাটোরের লালপুরে ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মায়া (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
মৃত মায়া রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার মৃত মনির হোসেন মনির স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়া তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে আব্দুলপুর রেলস্টেশনে আসেন। এ সময় তার ছেলের সাথে রেললাইন পার হচ্ছিলেন। তখন ট্রেন সামনে চলে এলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া পিছিয়ে পড়েন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে আইনিপ্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।