কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে করে এসে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পৌর শহর থেকে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতার ডাকাতরা হলেন, ওই উপজেলার সাহারবিল ইউনিয়নের কালু মিয়ার ছেলে মো: সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মরহুম আলী আহমদের ছেলে নাছির উদ্দিন (৩২), একই এলাকার আকতার আহমদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) ও নুরুল আমিনের ছেলে সাজ্জাদ (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডাকাত দলের কিছু সক্রিয় সদস্য চকরিয়া পৌরসভার সাব রেজিস্ট্রার অফিসের পেছনে অবস্থান করছেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে আভিযানিক দলের সদস্য এস আই আবুল খায়ের, এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল, এএসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্স সহকারে রাতে অভিযান শুরু করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময়ে চার ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, পৌর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। ডাকাতির কাজে মাইক্রোবাস আটক করা হয়েছে।



