কুষ্টিয়ার কুমারখালীতে সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও ব্লকেড কর্মসূচি করেছে স্থানীয়রা। এ সময় প্রায় ২ ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ করে রাখা হয়।
রোববার (২৯ জুন) সকালে ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণের আয়োজনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশে সেতুর টোল প্লাজার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ৩৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ সেতু থেকে ২০০৪ সাল থেকে এখন প্রর্যন্ত প্রায় দেড় শ‘ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। হাসিনা সরকারের পদত্যাগের পর ছাত্র-জনতা টোল আদায় বন্ধ করে দিলেও নতুন করে টোল চালুর প্লান চলছে, যা খোকসা-কুমারখালীবাসী মেনে নেবে না। সারাজীবনের জন্য টোল আদায় বন্ধ ঘোষণা করতে হবে।
পরে কুমারখালী থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম দুই দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসেন, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, এনসিপি নেতা আলামিন হোসেন আকাশ, আশিকুর ইসলাম আশিকসহ অনেকে উপস্থিত ছিলেন।