নেত্রকোনায় রাস্তার ধারের সরকারি গাছ কেটে নিল বিএনপি নেতা, থানায় মামলা

‘সরকারি গাছ চুরি হওয়ার অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
সরকারি গাছ কেটে নিল বিএনপি নেতা
সরকারি গাছ কেটে নিল বিএনপি নেতা |নয়া দিগন্ত

নেত্রকোনার কেন্দুয়ায় রাস্তার ধারের ৩১টি সরকারি গাছ কেটে নিয়েছেন রেজাউল হাসান ভূইয়া ওরফে সুমন নামে এক বিএনপি নেতা। কাটা গাছের আনুমানিক মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা। ঘটনায় উপজেলার মাসকা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ওই নেতার বিরুদ্ধে মামলা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের কাঁচা রাস্তার সংস্কারের কাজ দেয়া হয় মোহাম্মদ ইউনূস অ্যান্ড ব্রাদার্স প্রা: লিমিটেড নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে। অন্যদিকে তা দেখভালের দায়িত্ব দেয়া হয় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভুইয়া ওরফে সুমনকে। এ সুযোগে ওই নেতা গত ১৮ নভেম্বর রাস্তার দুই ধারের মেহগনিসহ বিভিন্ন জাতের ৩১টি গাছ কেটে নিয়ে যান। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে ২০ নভেম্বর স্থানীয়দের সহায়তায় আনসার সদস্য ও বনবিভাগ দ্বারা শিমূলতলা বাজার থেকে ৩৯টি গাছের কাণ্ড উদ্ধার করে উপজেলা পরিষদের অভ্যন্তরে রাখা হয়।

এদিকে ঘটনায় উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল জলিল গত ২৩ নভেম্বর অভিযুক্ত ওই বিএনপি নেতাকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন। এছাড়া ঘটনায় সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘সরকারি গাছ চুরি হওয়ার অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’