খাগড়াছড়িতে আরো ১৫ জনকে পুশইন বিএসএফের

মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ নয়জন এবং পানছড়ির কচুছড়ি সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইন করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
পুশইন করা ১৫ জন
পুশইন করা ১৫ জন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তে আরো ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের নাম-পরিচয় যাচাই বাছাই চলছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ নয়জন এবং পানছড়ির কচুছড়ি সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইন করা হয়।

জানা গেছে, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘণ্টা হাটার পর কচুছড়ি এলাকায় পৌঁছে তারা। পুশইন হওয়া ব্যক্তিরা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতো। বর্তমানে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন খন্দকার বলেন, ‘বৃহস্পতিবার রাতে দুই উপজেলায় ১৫ জনকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের ভারতের কোন এলাকা থেকে পুশইন করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি।’

গুইমারা বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘অবৈধ পুশইনের বিষয়ে আমরা বিএসএফের সাথে কথা বলেছি। তাদের আন্তর্জাতিক আইন অনুসরণ করতে বলা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত বলেছেন। আমরা সে বিষয়ে কাজ করছি।’

জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে পুশইন করেছে বিএসএফ। এর আগে চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে পুশইন করা শুরু করে ভারত।