আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোট প্রার্থীরা।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ইইউ প্রতিনিধি ভিকিন্তা রোসিনাইতে ও ফেলো পিটার বাহচেভানোভদের সাথে হোটেল উৎসবে বৈঠক করেন বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লা। এরপর সকাল ১১টার দিকে হোটেল বে-অব বেঙ্গলে বরগুনা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট প্রার্থী ডা: সুলতান আহমদের সাথে আরেকটি বৈঠক করে ওই প্রতিনিধিদল।
জানা যায়, বৈঠকে প্রার্থীরা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে বিএনপি প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লা ও জামায়াত প্রার্থী ডা: সুলতান আহমদ জানান, তারা একটি ভয়ভীতি ও প্রভাবমুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ইইউ পর্যবেক্ষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন সংসদ নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।



