বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে জঙ্গিবাদ একটি নাটক ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রোববার (১৩ জুলাই) দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম মল্লিক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৮ বছর ধরে এই নাটক দেখেছি। আমরা আজ ফ্যাসিস্টদের কবল থেকে পরিত্রাণ পেয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমরা এখন নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে কাজ করছি। সকলকে সাথে নিয়ে ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব।’
শরীয়তপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি সরদার নাসির উদ্দীন কালুসহ বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা, সুধীজন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শরীয়তপুরের ১৪ শহীদ পরিবার সদস্যদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।