খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পাহাড়ি ছাত্র সংগঠনগুলোর শিক্ষার্থীদের উদ্যোগে শহরের রাজার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলে ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড হাতে অংশ নেন বিভিন্ন পাহাড়ি ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা। পরে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উবাথোয়াই মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি থোয়াই অং মারমা এবং তঞ্চঙ্গ্যা ছাত্র সংগঠনের নেতা জমাধন তঞ্চঙ্গ্যা।
বক্তারা বলেন, ‘অপরাধীদের বিচার না হওয়ায় পাহাড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও জুলুম বেড়েই চলেছে।’
নেতৃবৃন্দ খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ‘এই ঘটনার বিচার না হলে পাহাড়ে নারীর নিরাপত্তা আরো হুমকির মুখে পড়বে।’