জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের সকল উপজেলা ও থানায় থানায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনভর সিলেট জেলার সদর উপজেলা, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জসহ সকল থানায় পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
বিশ্বনাথ-
জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, ‘দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা আশা করেছিলাম এ সরকার জনগণের সরকার ও জনগণের কাজ করবে। আমরা এখন কী দেখছি? জামায়াতকে বাধ্য হয়ে এখন রাস্তায় নামতে হচ্ছে। যারা প্রাণের বিনিময়ে এ দেশকে দ্বিতীয় স্বাধীনতা দিল সেই জুলাই বিপ্লবের শহীদদের আইনি ঘোষণা দেয়া হচ্ছে না। হাজার হাজার আহত ভাইবোনেরা আহত হয়ে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা পর্যন্ত করা হচ্ছে না। তাদের চিকিৎসার জন্য এ সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক আইনি ঘোষণা ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। জামায়াত সব দলকে নিয়ে ও আঠারো কোটি মানুষকে নিয়ে ৫ দফা দাবি আদায় করে ছাড়বে। দাবিগুলো না মানা পর্যন্ত নির্বাচন হতে দেয়া যাবে না।’
দুপুর ৩টার দিকে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে পৌরশহরের প্রধান সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, সিলেট পশ্চিম জেলা ছাত্রশিবিরের সাহিত্যবিষয়ক সম্পাদক আহমদ হামিম। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের আমির এইচ এম আক্তার ফারুক ও নায়েবে আমির আব্দুস সোবহান প্রমুখ।
গোয়াইনঘাট-
জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখা আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন।
গোয়াইনঘাট শহীদ মিনারের উন্মুক্ত মঞ্চে বেলা ৩টার দিকে মাওলানা নূর উদ্দিনের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। উপজেলা আমির আবুল হোসেনের সভাপতিত্বে মিছবাহ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট জেলার সহ-সেক্রেটারি মাসুক আহমদ, গোয়াইঘাট উপজেলা শাখার নায়েবে আমির ডা. আব্দুন নূর, মাওলানা ফয়েজ আহমদ, শাহাজাহান সিদ্দীক বেলাল, গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক আমির সাইদুর রহমান, সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়াইনঘাট উপজেলার সভাপতি মালেক আহমদ, ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি তারেক আহমদ, সাবেক সভাপতি আরিফ আহমদ, সাবেক সভাপতি আহমদ আল মাসুদ, বাংলাদেশ ইসলামী শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরুল আমীন হেলালী, জামায়াতে ইসলামী সদর ইউপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন রুবেল, উপজেলা শাখার শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি ইব্রাহিম খলিল, ছাত্রশিবির গোয়াইনঘাট কলেজ শাখার সভাপতি মুজাহিদুর রহমান আয়াজ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাদিকুর রহমান, ছাত্রশিবির নন্দিরগাঁও ইউপির সেক্রেটারি খালেদ হাসান প্রমুখ।
জৈন্তাপুর-
বিকেল ৪টার দিকে ঐতিহাসিক বটতলায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী জয়নাল আবেদিন।
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দেখতে চায়। এছাড়া স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, নায়েবে আমির মামনুর রশিদ, সাবেক আমির নাজমুল ইসলাম ও মাওলানা আব্দুল খালিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে উপজেলা জামায়াতের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে তামাবিল মহাসড়কসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা শ্রমিক কল্যাণ, উলামা, পেশাজীবী সংগঠন ও শিবির নেতাসহ বিপুলসংখ্যক কর্মী অংশ নেন।
জকিগঞ্জ-
কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমির হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান।
বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা জালাল উদ্দিন, সাবেক আমির গোলাম রুকবানী চৌধুরী, সেক্রেটারি ছারওয়ার হোসেন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মারুফ আহমদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মুহিউদ্দিন আহমদ, জামিল আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রশিবির সভাপতি নাজির আহমদ আফজাল, পৌরসভা জামায়াত সভাপতি আবু রুশদ ইকবাল, যুব বিভাগ সভাপতি আবিদুর রহমান প্রমুখ।