নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ছয়জন গ্রেফতার

দীর্ঘদিন ধরে ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এবং কিছু মাদক কারবারি জামগড়া, ভাদাইল ও রূপায়ন মাঠ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একাধিকবার গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করা হলেও তারা ছিল ধরাছোঁয়ার বাইরে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন গ্রেফতার
আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন গ্রেফতার |নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় চিহ্নিত মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০) তার পাঁচ সহযোগীসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে পাঁচটি পৃথক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অপরাধ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- জামগড়া রূপায়ন মাঠ এলাকার মরহুম এমারত হোসেনের ছেলে ইয়ার হোসেন, তার সহযোগী সোনা মিয়া (৪৫), আশরাফুল (১৮), বড় বাবু (১৯), ছোট বাবু (১৭) এবং আকাশ (১৮)। অভিযান পরিচালিত হয় জামগড়া প্রাইমারি স্কুল, রূপায়ন বটতলা ও আশপাশের এলাকায়।

আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানে ১৬টি দেশীয় অস্ত্র, পাঁচটি ধারালো কাচি ও অস্ত্র, পাঁচ পট গাঁজা, আটটি মোবাইল ফোন এবং ৪৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা ও একাধিক অপরাধমূলক মামলার তথ্য রয়েছে। দীর্ঘদিন ধরে ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এবং কিছু মাদক কারবারি জামগড়া, ভাদাইল ও রূপায়ন মাঠ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একাধিকবার গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করা হলেও তারা ছিল ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি একাধিক ব্যক্তি মারধর, হুমকি ও নির্যাতনের শিকার হলে বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে। দৈনিক নয়া দিগন্তসহ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ইয়ার হোসেন ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়। তাদের জবানবন্দিতে জানা গেছে, তারা অবৈধ অস্ত্র ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক কারবার এবং কিশোর গ্যাংয়ের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। তাদের এবং উদ্ধার করা অস্ত্র, গাঁজা, মোবাইল ও অন্যান্য সরঞ্জামাদি আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।