গফরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা

উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা
গফরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষ‍্যে জুলাই শহীদদের স্মরণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টাযর দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, সাংবাদিক কামরুজ্জামান লিটন ও জুলাই যোদ্ধা মীর সিয়াম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জুলাই যোদ্ধাগণ। আলোচনাসভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।