সিলেটে হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

‘অপারেশনের ভয়ে উইমেন্স হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ নামের এক রোগী আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা
সিলেটে হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা |নয়া দিগন্ত

অপারেশনের ভয়ে সিলেট নগরীর একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়েছেন এক রোগী। গুরুতর আহত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নগরীর সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।

নিহতের নাম ফয়েজ আহমেদ (৩০) সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি হন সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রোববার রাত আনুমানিক দেড়টার দিকে উইমেন্স হাসপাতালের ৯ম তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপারেশনের ভয়ে উইমেন্স হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ নামের এক রোগী আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’