ঈশ্বরদীতে শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
যৌন নিপীড়নের প্রতিবাদের ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মানববন্ধন
যৌন নিপীড়নের প্রতিবাদের ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মানববন্ধন |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে ৮ বছর বয়সী স্কুলছাত্রকে যৌন নিপীড়নের প্রতিবাদ ও অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক তারানা আফরোজ, সানজিদা খাতুন, আব্দুর রকিব, নাহার আক্তার, জসিম উদ্দিন, স্থানীয়দের পক্ষে মনজুর, আলম ফকির, মিনারুল বিশ্বাস, শাহিন হোসেন, খাইরুল ইসলাম, শহিদুল ফকির, রেজাউল সরদার, রেহানা খাতুন, নিঝুম বেগম, আব্দুল কুদ্দুস, আলম ফকির এবং ভুক্তভোগীর মা।

মানববন্ধন থেকে অভিযুক্ত আব্দুর রহিমকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা স্কুলপাড়া গ্রামে নির্জন একটি লিচু বাগানে শিশুটিকে ডেকে নিয়ে একই গ্রামের অটোরিকশা চালক আব্দুর রহিম (৬০) যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত এজাহার জমা দেয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।