‎নবীনগরে অস্ত্রের মুখে বিএনপি নেতাকে জিম্মি, ১৩ অটোরিকশার ব্যাটারি লুট

মুখোশধারী ডাকাতরা গ্যারেজে প্রবেশ করে মকুল মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখেন। এরপর গ্যারেজে থাকা ১৩টি অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যান।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ
ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ |ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যারেজের মালিক নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকুল মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩টি অটোরিকশার ব্যাটারি লুট করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে পৌর এলাকার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে মুখোশধারী ডাকাতরা গ্যারেজে প্রবেশ করে মকুল মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখেন। এরপর গ্যারেজে থাকা ১৩টি অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যান। ডাকাতরা ব্যাটারিগুলো একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

‎ভুক্তভোগী মকুল মিয়া সাংবাদিকদের জানান, নবীনগর- কোম্পানীগঞ্জ সড়কের মেইন রোডের পাশেই তার গ্যারেজটি অবস্থিত। ঘটনার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।