গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে : আখতার হোসেন

আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন হোক। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
এনসিপির বিচার, সংস্কার, গণপরিষদ ও নির্বাচনের ভাবনাবিষয়ক প্রচারপত্র বিলি করা হয়
এনসিপির বিচার, সংস্কার, গণপরিষদ ও নির্বাচনের ভাবনাবিষয়ক প্রচারপত্র বিলি করা হয় |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসন; প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন সেসব নিয়ে অনেকগুলো আলাপ-আলোচনা তৈরি হয়েছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন হোক। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।’

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমরা আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই আমরা দেশব্যাপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি। গণপরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি। একইসাথে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারাদেশে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সাথে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারব।’

এনসিপির এ নেতা বলেন, ‘সরকার যে সময়সীমা নির্বাচনের জন্য দিয়েছে সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেবেল প্লেয়িং ফিল্ডি এনশিওর করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়।’

তিনি বলেন, ‘যেকোনো সোসাইটিতে যখন জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন ও নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটে তখন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেখানে শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখে। বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এজন্য নতুন সংবিধানের বাস্তবায়নের কথা বলেছি অনেক আগে থেকেই। সরকার যেকোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে। তাহলে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাব।‘

এ সময় মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলার যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে হারাগাছের বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে এনসিপির বিচার, সংস্কার, গণপরিষদ ও জাতীয় নির্বাচনের ভাবনাবিষয়ক প্রচারপত্র বিলিসহ পথসভায় বক্তব্য রাখেন তিনি।