ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল (৫৫) এর ওপর দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে পৌর এলাকার পদ্মপাড়ায় এ ঘটনা ঘটে।
মফিজুর রহমান মুকুল পদ্মপাড়ার মরহুম আব্দুল মালেক মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে বিএনপির কার্যালয় থেকে কাজ শেষে রিকশায় বাড়িতে ফেরার সময় বাড়ির ফটকের সামনে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার পরই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মফিজুরের বড় ভাই মিজানুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে বাড়ির ফটকের সামনে সন্ত্রাসীরা আমার ভাইকে তিনটি গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার পিঠে এবং দু’টি গুলি পায়ে লাগে। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
নবীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. হাবিবুর রহমান বলেন, ‘মফিজুর রহমান মুকুলের শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। গুলিগুলো বের করা সম্ভব হয়নি, তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘যুবদলের সাবেক সভাপতিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।



