পাঁচবিবিতে মেয়াদোত্তীর্ণ দলিল ধ্বংসের ঘোষণা

ভূমি অধিদফতরের মহা-পরিদর্শকের কার্যালয়ের আদেশে এ উপজেলায় ২০১২ থেকে ২০১৭ সালের (১৫২১-১৭৮৮) নম্বর পর্যন্ত নিবন্ধনকৃত দলিল ধ্বংস করা হবে।

Location :

Joypurhat
নয়া দিগন্ত

মো: আজাদ আলী, পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটের পাঁচবিবি সাব-রেজিস্ট্রি অফিসে রক্ষিত মেয়াদোত্তীর্ণ নিবন্ধনকৃত দলিল চলতি মাসের ৩০ সেপ্টেম্বরে ধ্বংসের ঘোষণা করেছে সাব-রেজিস্ট্রি অফিস। ভূমি অধিদফতরের মহা-পরিদর্শকের কার্যালয়ের আদেশে এ উপজেলায় ২০১২ থেকে ২০১৭ সালের (১৫২১-১৭৮৮) নম্বর পর্যন্ত নিবন্ধনকৃত দলিল ধ্বংস করা হবে।

এদিকে বিষয়টি উপজেলাবাসীর অবগতির জন্য বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস, জনগুরুত্বপূর্ণ স্থান ও প্রতিটি ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ঝুলিয়ে দেয়া হয়েছে। এছাড়া ব্যাপক প্রচারের লক্ষ্যে উপজেলার সর্বত্র মাইকিং করা হয়।

উপজেলা সাব রেজিস্ট্রার সমিতির সম্পাদক মো: মনিরুজ্জামান বাবুল বলেন, ‘যারা এ অফিসে নিবন্ধনের মাধ্যমে জমি ক্রয়-বিক্রয় করেছেন অথচ এখনো অফিস থেকে তাদের দলিল উত্তোলন করেননি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের দলিল গ্রহণের অনুরোধ করা হয়েছে। এরপরেও কেউ এসব দলিল না নিলে তাদের দলিলগুলো নষ্ট করে ফেলা হবে।’

উপজেলা সাব রেজিস্ট্রার মো: তরিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ৩০ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ দলিলগুলো ধ্বংস করা হবে। সরকারি ফি দিয়ে নিজেদের দলিল অফিস থেকে উত্তোলন করে নেয়ার অনুরোধ রইলো।’