আল্লামা সাঈদী সুদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সংগ্রাম করে গেছেন

ইমামরা সমাজের নেতা। তারা মসজিদের মিম্বরে হক্ব কথা বলবেন, সমাজের অন্যায়-অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
শামীম সাঈদী
শামীম সাঈদী |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের এমপি প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘সমাজে সুদ ও মাদকের প্রভাব মারাত্মক আকার ধারণ করেছে। সুদ, ঘুষ ও মাদকের বিরুদ্ধে মসজিদের মিম্বরে ইমামগণ আলোচনা করবেন। আল্লামা সাঈদী সারাজীবন এসব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সুদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী শরীয়ত মোতাবেক ব্যাংক প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

আজ শুক্রবার সকাল ১০টায় কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী আরো বলেন, ‘ইমামরা সমাজের নেতা। তারা মসজিদের মিম্বরে হক্ব কথা বলবেন, সমাজের অন্যায়-অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কিন্তু গত ১৭ বছর স্বৈরাচারী সরকার ইমামদের কণ্ঠরোধ করে রেখেছিল। এখন সময় এসেছে স্বাধীনভাবে কথা বলার।’

জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ নুরুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, সাবেক আমির মাওলানা সিদ্দিকুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার জাতীয় ইমাম সমিতির সহ-সভাপতি আব্দুল মতিন ফারুকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন।