হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

শুক্রবার (৩০ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের বলড়া ইউনিয়নের আমিন ব্রিকস সংলগ্ন পিপুলিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Manikganj
দীপক দেবনাথ (২১)
দীপক দেবনাথ (২১) |নয়া দিগন্ত

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দীপক দেবনাথ (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের বলড়া ইউনিয়নের আমিন ব্রিকস সংলগ্ন পিপুলিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

দীপক দেবনাথ চালা ইউনিয়নের রাজরা (লাউতা) গ্রামের দীলিপ দেবনাথের ছেলে।

আহতরা হলেন- বলড়া ইউনিয়নের আদাসুরি গ্রামের জলিলের ছেলে আব্দুল্লাহ (২৪) এবং দেলোয়ারের ছেলে সিয়াম (১৯)।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দীপকের আত্মীয় রাজরা (লাউতা) গ্রামের সুব্রত বলেন, দীপকের বাবা লাউতা বাজারে ছোট্ট একটি রুটির দোকান করে। মেধাবি ছেলেটাকে ওর চাচারা লেখাপড়ায় সহায়তা করেছে, নিজের ছেলের মতো পালন করেছে। সংসারের হাল ধরতে একটি এনজিওতে ওর চাকরি শুরু হয়েছে। ফিল্ডে কাজ করবে তাই কয়েক মাস আগে মোটরসাইকেল চালানো শিখেছে। গতকাল শুক্রবার দীপক ৮০ সিসির ছোট মোটরসাইকেল চালিয়ে বলড়া যাচ্ছিল। পথে উল্টো দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের সাথে সংঘর্ষে দীপক মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।’

স্থানীয়দের বরাতে ওসি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় হরিরামপুর উপজেলা থেকে বলড়াগামী এবং বলড়া থেকে হরিরামপুরগামী দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনজন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। জরুরি বিভাগের চিকিৎসক দীপকের অবস্থা গুরুতর হলে মানিকগঞ্জ রেফার করেন। পরিবারের লোকজন সাথে সাথে হরিরামপুর হাসপাতাল থেকে ঢাকার বেসরকারি হাসপাতালে নেয়া হলে রাতে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।