ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (৩ আগস্ট) ভোর থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বাড়তে শুরু করে এবং দুপুর ১২টা পর থেকে বিপৎসীমার পাঁচ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান রোববার ভোর থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। সকাল ৬টার দিকে তিস্তার পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েটে বিপৎসীমা ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার, ৯টার দিকে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার ও দুপুর ১২টার দিকে এবং বিকেল ৩টার দিকে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ী ইউনিয়নের ১৫টি চরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওইসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা। ওই সব গ্রামের মানুষজন রাতে তিস্তার পানি আরো বৃদ্ধি পাওয়ার আতঙ্কে রয়েছেন। টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান খগাখড়িবাড়ী বাইশপুকুর গ্রামটিতে বানের পানি প্রবেশ করতে শুরু করায় ওই গ্রামের মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি দুপুর থেকে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়েছে।