জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সুপরিচিত একটি জনপদ। এই জনপদের সার্বিক উন্নতি, নিরাপত্তা ও সুরক্ষা নির্ভর করবে সৎ, দুর্নীতি-চাঁদাবাজ মুক্ত এবং তরুণ ও উদ্যোমী নেতৃত্ব। শহিদুল আলম বাহাদুর’ই হতে পারে কক্সবাজার ৩ আসনের প্রকৃত ও যোগ্য নেতৃত্ব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শহিদুল আলম বাহাদুরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।’
চট্টগ্রাম আনিকা কমিউনিটি সেন্টারে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সমাবেশে চট্টগ্রামস্থ কক্সবাজার সদর আসনের বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও প্রবাসী নেতারা অংশগ্রহণ করেন। এতে প্রধান বক্তা কক্সবাজার-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী আমির পরিবেশবিদ নজরুল ইসলাম, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলাওয়ার হোসাইন এবং জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
বিশিষ্ট ব্যাংকার শাহজাহান মনিরের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে আরো বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আমির অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমির ফয়জুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমির মাওলানা সেলিম উল্লাহ জিহাদী, কক্সবাজার শহর নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী এবং রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন প্রমুখ।



