‘নারীদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় অগ্রগামী’

বুধবার দিনব্যাপী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে অনুষ্ঠিত পৃথক তিনটি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন মানিক এ কথা বলেন।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
বক্তব্য রাখেন ফখরুদ্দিন মানিক
বক্তব্য রাখেন ফখরুদ্দিন মানিক |নয়া দিগন্ত

ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘আমরা নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সব সময় অগ্রগামী ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। দুনিয়ার সমস্ত মতবাদ নারীদের বঞ্চিত করেছে আর ইসলামই কেবল সম্মানিত ও মর্যাদাবান করেছে।’

বুধবার (১৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে অনুষ্ঠিত পৃথক তিনটি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুদ্দিন মানিক বলেন, ‘তথাকথিত নারীবাদীরা উদ্দেশ্যেমূলকভাবে ইসলামের বিরুদ্ধাচরণ করে নিজেদের প্রগতিবাদী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যা আমাদের সভ্যতা এবং সংস্কৃতির পরিপন্থি। এখানকার মানুষ নিজস্ব ধর্মীয় এবং দেশীয় সংস্কৃতিতে অভ্যস্ত। ভিন্ন কোনো দেশের সংস্কৃতি এখানে চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র বুমেরাং হবে। ইসলামের নির্ধারিত বিধি-বিধানই নারীদের অধিকার এবং মর্যাদার রক্ষাকবচ।’

এ সময় ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, পৌর সভার আমির মাওলানা কালিম উল্যাহ, আমিরাবাদ ইউনিয়নের আমির মাওলানা খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।