মুন্সীগঞ্জে মেয়েদের ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা জাগাতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১২শ’ ছাত্রী অংশগ্রহণ করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বলেন, ‘মেয়েদের আত্মমর্যাদা ও আত্মনির্ভরশীলতা অর্জনে পরিকল্পিত ক্যারিয়ার গঠন অপরিহার্য। সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। আজ কঠোর পরিশ্রম করলে ভবিষ্যতে আনন্দ আপনাদের পেছনে ছুটবে।’
বিশেষ অতিথি ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মারুফা আক্তার।
অনুষ্ঠানে আলোচক ছিলেন সরকারি মহিলা কলেজের প্রভাষক শামীমা নাসরিন ও স্কয়ার হসপিটালের এএমও ডা. সিনথিয়া খানম অর্নি।
অধ্যাপক নাজমুন নাহার বলেন, ‘অনেক মেয়ে পড়াশোনার মাঝপথে পারিবারিক বা ব্যক্তিগত কারণে ছিটকে পড়ে।’
মারুফা আক্তার বলেন, ‘আত্মবিশ্বাসের ঘাটতির কারণে মেয়েরা অনেক সময় এগোতে পারে না।’
শামীমা নাসরিন বলেন, ‘সফল নারীদের জীবনী মেয়েদের জন্য বড় অনুপ্রেরণা।’
ডা: সিনথিয়া খানম অর্নি বলেন, ‘কঠোর পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কলেজের অধ্যক্ষ বলেন, ‘মেয়েরা বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলাফল করছে। কিন্তু পারিবারিক সাপোর্টের অভাবে অনেকে পিছিয়ে যায়। এ ধরনের সেমিনার মেয়েদের ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’