বান্দরবানে অসচ্ছল নারী-পুরুষদের সেনাবাহিনীর মানবিক সহায়তা

পার্বত্য বান্দরবানে শান্তি-সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর মানবিক সহায়তায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে, সচ্ছলতা ফিরেছে অনেক অসহায় পরিবারে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
অসহায় এক নারীদেরকে সেলাই মেশিন দেয়া হয়
অসহায় এক নারীদেরকে সেলাই মেশিন দেয়া হয় |নয়া দিগন্ত

পার্বত্য জেলা বান্দরবানে অসচ্ছল নারী-পুরুষদের মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলার বিভিন্ন এলাকার ৯৫ জন নারী-পুরুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ঢেউটিন, সেলাই মেশিন, খাদ্যশস্য, শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বান্দরবান সেনানিবাসের মাঠে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের কর্মকর্তা জিএসও ২ মেজর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সামিউলসহ অন্যরা।

সেনাবাহিনীর মানবিক সহায়তা পেয়ে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা।

এই কার্যক্রমের অংশ হিসেবে মাদরাসা ও এতিমখানায় কার্পেট প্রদান, গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন, কন্যা দায়গ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানে সেলাই মেশিন ও আশ্রয়ণ সমিতিকে নগদ অর্থ প্রদান, অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য (চাল, ডাল, তেল, চিনি ও আলু) প্রদান করা হয়। এছাড়াও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পার্বত্য বান্দরবানে শান্তি-সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর মানবিক সহায়তায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে, সচ্ছলতা ফিরেছে অনেক অসহায় পরিবারে।