কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁতে মালবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মেহেরঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় দোকানদার আজিজ বলেন, দুর্ঘটনার বিকট শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে কমবেশি তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি পুলিশের জিম্মায় নেয়া হয়েছে।