সরকারি অধিভুক্তি পেল তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী

শনিবার (৩ মে) মাদরাসা ক্যাম্পাসে ক্লাস ক্যাপ্টেনদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Tongi
তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী
তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী

তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর বালিকা শাখা দীর্ঘ অপেক্ষার পর সরকারি অধিভুক্তি লাভ করেছে।

শনিবার (৩ মে) মাদরাসা ক্যাম্পাসে ক্লাস ক্যাপ্টেনদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির দক্ষিণ পাশে বালিকা শাখার সাথে অবস্থিত জমিটি দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ভাড়া নিয়ে মাদরাসার কার্যক্রম পরিচালনা করা হতো। অবশেষে ১১ কোটি টাকায় তা মাদরাসার নামে ক্রয় করে দলিল নিবন্ধন সম্পন্ন হয়েছে।

উপাধ্যক্ষ বলেন, এখানে থাকা রাস্তার পাশে দোকানঘরগুলো থেকে ইতোমধ্যেই প্রায় ১২ লাখ টাকা ভাড়া পাওয়া গেছে, যা প্রতিষ্ঠানের স্বনির্ভরতা বাড়াবে। এই জমি ভবিষ্যতে বালিকা শাখার একাডেমিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হবে।

মিজানুর রহমান আরো বলেন, মাদরাসার যে জমিগুলোর মালিকানা এতদিন ছিল, সেগুলোর দলিলে ‘মিরহাজীর বাগ শাখা’ লেখা ছিল। বর্তমানে আইনিপ্রক্রিয়ার মাধ্যমে সব জমি ও দলিল এখন টঙ্গী শাখার নামে হস্তান্তরিত হয়েছে।

সরকারি অধিভুক্তি বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মুখে থাকা সত্ত্বেও এই বছর আমরা ‘তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী’ নামেই সরকারি স্বীকৃতি পেয়েছি। এটি আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের অর্জন।

এ সময় মতবিনিময় সভায় মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান ও শিক্ষক এবং কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র নেতারাসহ ক্লাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।