ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত ১

উখিয়ার ঘুমধুম সীমান্তে রোববার (১২ অক্টোবর) সকালে স্থলমাইন বিস্ফোরণে আকতার হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত ১
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত ১ |নয়া দিগন্ত

উখিয়ার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আকতার হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) সকালে ঘুমধুম ইউনিয়নের পেয়ারা বুনিয়া এলাকায় ৪১ নম্বর পিলারের কাছাকাছি এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত নায়েক আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন রেজুআমতলী বিওপিতে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি উড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত রামু সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সকালে রেজুআমতলী বিওপির টহল দল সীমান্তবর্তী প্রস্তাবিত টিওবির (টেম্পোরারি অবজারভেশন পোস্ট) এলাকায় টহল দিচ্ছিল। হঠাৎ বিজিবির এক সদস্য স্থলমাইনের ওপর পা দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার গুরুতর আহত হন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘুমধুম সীমান্তে বিজিবির এক সদস্য স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন— এমন খবর পেয়েছি। তবে এখনো তার পূর্ণাঙ্গ পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

স্থানীয়রা জানান, সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। মাঝে মধ্যেই গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্তবর্তী এলাকার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।