নাগরিকদের পাশে গাজীপুর সিটি করপোরেশনের কন্ট্রোল রুম চালু

ভূমিকম্পের পর নাগরিকদের বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের জরুরি তথ্য, সহায়তার অনুরোধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা সম্পর্কে রিপোর্ট আসছে। এসব তথ্য দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শাখার সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হচ্ছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
নয়া দিগন্ত

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর সিটি করপোরেশন বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। নগর ভবনের ২য় তলায় কক্ষ নম্বর-২০১ এ স্থাপিত এ কন্ট্রোল রুম থেকে জরুরি সেবা, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, উদ্ধার-সহায়তা এবং অভিযোগ সমন্বয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর নাগরিকদের বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের জরুরি তথ্য, সহায়তার অনুরোধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা সম্পর্কে রিপোর্ট আসছে। এসব তথ্য দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শাখার সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক সরফ উদ্দিন আহমেদ বলেন, ‘নাগরিকদের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে নাগরিকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন।’

জরুরি যোগাযোগের জন্য নির্ধারিত নম্বরগুলো হলো, +৮৮০২২২৪৪২৪০৭০, ০১৭১২৮৩৬৮৭৩, ০১৯১৫৬৭৬৮৩২, [email protected]

সিটি করপোরেশন জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা, দ্রুত সেবা প্রদান ও সমন্বয় নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। ভূমিকম্পের পর প্রতিটি ওয়ার্ডে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কাজ চলছে।