টঙ্গীতে পোশাক কারখানায় রহস্যজনক দুর্গন্ধ, অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

প্রতিদিনের মতো সোমবার সকাল থেকেই কারখানায় কাজ শুরু করেন তারা। সকাল আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে কারখানার ভেতরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক শ্রমিক শ্বাসকষ্ট, বমি ও মাথা ঘোরার উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। কারো কারো খিঁচুনি শুরু হলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফ্লোরে কর্মরত শ্রমিকদের মধ্যেই দ্রুত অসুস্থতার লক্ষণ দেখা দেয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Tongi
অসুস্থ হয়ে হাসপাতালে গার্মেন্টস শ্রমিকরা
অসুস্থ হয়ে হাসপাতালে গার্মেন্টস শ্রমিকরা |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় হঠাৎ ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে শ্বাসকষ্ট, বমি ও খিঁচুনিতে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে অন্তত ২১ জনকে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকায় অবস্থিত ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে রেশমা (৩৫), শিল্পী (১৯), শাহীনা (৩০), রোজিনা (৩৩), নাছিমা (৪৫), ফুলি (৩০), সুমাইয়া (১৯), আফছানা (২৫), পারভীন (৩৯), লাবনী (২৫), শ্যামলী (৩২), শিফা (১৮), সুইটি (৫০), মালেকা (২০), মুক্তা (৩৮), মাহাবুব (৩০), আলেয়া (৪৫), আব্দুর রশিদ (৭০), যমুনা (১৮), ফেরদৌসি (৩৫), সুরুজ মিয়াসহ অর্ধশতাধিক শ্রমিক রয়েছেন।

শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল থেকেই কারখানায় কাজ শুরু করেন তারা। সকাল আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে কারখানার ভেতরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক শ্রমিক শ্বাসকষ্ট, বমি ও মাথা ঘোরার উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। কারো কারো খিঁচুনি শুরু হলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফ্লোরে কর্মরত শ্রমিকদের মধ্যেই দ্রুত অসুস্থতার লক্ষণ দেখা দেয়।

ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান রিপন বলেন, শ্রমিকরা কী কারণে অসুস্থ হয়েছেন, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নাফিয়া শারমিন জানান, দুপুর পর্যন্ত হাসপাতালে আনা অধিকাংশ শ্রমিক শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তাদের মধ্যে কয়েকজন প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন। অনেকেই বমি ও খিঁচুনির কথা জানিয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কেন অসুস্থ হয়ে পড়েছেন, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। কারখানাটি আপাতত একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।