সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাস্টার রোল শ্রমিকের মৃত্যু

‘হাসপাতালে ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সরিষাবাড়ী, (জামালপুর) সংবাদদাতা

Location :

Sarishabari
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাস্টার রোল শ্রমিকের মৃত্যু
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাস্টার রোল শ্রমিকের মৃত্যু |নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের সাবস্টেশনের কন্ট্রোল রুমের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্টে বিপুল মিয়া (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। একইসাথে আরো দু’জন আহত হন। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বাউসি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল বাউসি পঞ্চপীর এলাকার সোহরাব আলীর ছেলে। তিনি মাস্টাররোলে পল্লী বিদ্যুৎ অফিস এ কাজ করতেন।

অন্য আহতরা হলেন- পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগপ্রাপ্ত ইলেক্ট্রিশিয়ান শেরপুর সদরের ৬ নম্বর চর গ্রামের আবুল হোসেনের ছেলে মোতালেব (৪০) ও আব্দুল গফুরের ছেলে বাদল (৩৫) এবং অফিস ভাঙচুর করার সময় বিক্ষুব্ধ জনতার মারধরে আহত নিরাপত্তা প্রহরী রাজু আহম্মেদ (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়বৃষ্টিতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে সেখানে কাজ করতে যান তিনজন ইলেক্ট্রিসিয়ান। পাশাপাশি লাইনে পিডিবির তার থাকায় সেখানে সচল ছিল ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সংযোগ। এ সময় হঠাৎ বৈদ্যুতিক সচল তারে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের গাফলতির অভিযোগে কামরাবাদ এলাকার জোনাল অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন খান বলেন, ‘ঝড়ে তার পড়ে গেলে সেখানে তিনজন কাজ করতে যান। পল্লী বিদ্যুতের তারের ওপর পিডিবির তার ছিল। যেহেতু আমাদের সংযোগ বিচ্ছিন্ন ছিল, পিডিবির সচল লাইনেই দুর্ঘটনাটি ঘটেছে।’

তিনি অভিযোগ করেন, ‘বিক্ষুব্ধ লোকজন বিনা কারণেই আমাদের অফিসে হামলা ও ভাঙচুর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘হাসপাতালে ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’