ঈশ্বরগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সকাল ৯টা থেকে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ। চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সবই বিনামূল্যে দেয়া হয়।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Ishwarganj
ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনে বক্তব্য রাখছেন অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান এবং (ডানে) চিকিৎসা নিতে আসা লোকজনের একাংশ
ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনে বক্তব্য রাখছেন অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান এবং (ডানে) চিকিৎসা নিতে আসা লোকজনের একাংশ |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের উদ্যোগে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সেবাদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদে আয়োজিত এ ক্যাম্পে সকাল ৯টা থেকে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ। চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সবই বিনামূল্যে দেয়া হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান। ক্যাম্পে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। মেডিসিন, চর্ম ও যৌন, ডায়াবেটিস ও নিউরোমেডিসিনসহ বিভিন্ন বিভাগে রোগীদের দেয়া হয় চিকিৎসা সেবা। ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধও তুলে দেয়া হয় রোগীদের হাতে।

ক্যাম্প পরিদর্শনকালে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন, ‘ঈশ্বরগঞ্জের অনেক মানুষই দরিদ্র ও স্বাস্থ্যসেবাবঞ্চিত। একজন জনসেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।’

এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই মানবিক উদ্যোগকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে জনগণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।