ধর্ম বিষয়ক উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

আমরা প্রতিশ্রুতিবদ্ধ- আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Brahmanbaria
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন |নয়া দিগন্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সরকার আগামী জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ- আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে তিনি জানান, সরাইলে নির্মিত মডেল মসজিদে ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামের আমির এনাম খান এবং মাওলানা মঈনুল ইসলাম খন্দকার।

সভায় বক্তারা মসজিদ নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।