জামালপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে নিহত বেড়ে ৫

সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর সদর উপজেলা তিতপল্লা এলাকার অর্থনৈতিক অঞ্চলের (ইপিজেড) সামনে এ দুর্ঘটনা ঘটে।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
কাভার্ডভ্যান-ইজিবাইকের সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি
কাভার্ডভ্যান-ইজিবাইকের সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি |নয়া দিগন্ত

জামালপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন শিশুসহ আরো তিনজন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর সদর উপজেলা তিতপল্লা এলাকার অর্থনৈতিক অঞ্চলের (ইপিজেড) সামনে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইজিবাইকচালক জাহাঙ্গীর আলম। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম।

এর আগে নিহত হওয়া চান মিয়ার বাড়ি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে এবং রাশেদ মিয়া ও পলির বাড়ি সরিষাবাড়ী উপজেলায় বলে জানা গেছে। এদিকে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান জামালপুর শহরগামী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া (২৫) ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা ইজিবাইকের অন্য যাত্রী চান মিয়া, আরিফা খাতুন পলি ও অজ্ঞাত পরিচয়ে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্মরত চিকিৎসক তাদের সবাইকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত জাহাঙ্গীর আলম, সাদিকা বেগম, ফারজানা আক্তার, সন্দ্যা আক্তার ও শিশু আরিশসহ অজ্ঞাত পরিচয়ের একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত এবং তিতপল্লা ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানচালক পালিয়ে যায়। তবে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এদিকে অজ্ঞাত পরিচয়ের ওই যাত্রীদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।