‘হাদির খুনিচক্রের বিচার নিশ্চিত করা ছাড়া দেশে স্বস্তি ফিরবে না’

‘শহীদ হাদি জুলাই শহীদদের মর্যাদা রক্ষা, ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির আইকন হয়ে উঠেছিলেন।’

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম
বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘শহীদ শরিফ ওসমান হাদির খুনিচক্রের বিচার নিশ্চিত করাসহ চোরাগোপ্তা হামলাকারী চক্রকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশে স্বস্তির পরিবেশ ফিরে আসবে না।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নগরীর দেওয়ানবাজারে চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের ক্ষণজন্মা তরুণ নেতৃত্ব। মাত্র বত্রিশ বছরের সেই সাহসী যুবকের আগুনঝরা বক্তব্য দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্তকে নাড়া দিয়েছে। তিনি জুলাই শহীদদের মর্যাদা রক্ষা, ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির আইকন হয়ে উঠেছিলেন।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে জান-মালের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। নির্বাচন বানচাল করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।’

অধিবেশনে আরো বক্তব্য রাখেন মহানগরী মজলিসে শূরা সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান ও এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন ও মজলিসে শূরার সদস্য ড. আব্দুল মোতালেব প্রমুখ।

এতে মহানগরী মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তাহের, প্রফেসর ড. মাওলানা সাইয়েদ আবু মুহাম্মদ নোমান, অধ্যাপক লিয়াকত আকতার সিদ্দিকী, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী, ড. মাহবুবুর রহমান ও ফারুকে আজম, মহানগরী মহিলা জামায়াতের সেক্রেটারি ফরিদা খানম, সহকারী সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রীনা, আয়েশা পারভিন ও সাংগঠনিক সম্পাদিকা মিসেস শিরিন জাহানসহ মহানগরী মজলিসে শূরা মহিলা সদস্যরাও উপস্থিত ছিলেন।