ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১টি প্রতিষ্ঠানের ফেল করেছে। এ বোর্ডে এবার পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: শহীদুল্লাহ।
তিনি বলেন, এ বছর এক হাজার ৩২৮টি প্রতিষ্ঠান ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। বিষয়টি দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়।
এমন ফলাফলে অসন্তুষ্টি প্রকাশ করে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো: শহীদুল্লাহ জানান, এ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অকৃতকার্য হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা জানতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এক হাজার ৩২৮টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০ দশমিক ৯৪ শতাংশ) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯ দশমিক ০৬ শতাংশ)। এতে মোট পাসকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। এতে ছাত্রদের পাসের হার ৫৫ দশমিক ০৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়াও এবার মোট ১৫৬টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মো: শহীদুল্লাহ বলেন, শিক্ষার্থীরা মনযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফলাফল খারাপ হয়েছে। এর মধ্যে শহরের প্রতিষ্ঠানগুলোর ফলাফল ভালো হলেও গ্রামের এবং বন্যাকবলিত অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর ফলাফল বেশি খারাপ হয়েছে।
উল্লেখ্য, এ বছর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে মোট ফরম পূরণ করে ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।