গৌরীপুরে মোকছেদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

শুক্রবার দুপুরে র‌্যাব-১৪-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
মোকছেদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মোকছেদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুরে মোকছেদ আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকাশকে (২৩) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)- এর সিপিএসসি টিম।

আজ শুক্রবার দুপুরে র‌্যাব-১৪-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার লালমাই কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার তদন্তে র‌্যাব-১৪ ছায়া অনুসন্ধান শুরু করে এবং র‌্যাব-১১ কুমিল্লার সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম মোকছেদ আলীর সাথে অভিযুক্তদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত বাচ্চু মিয়া (৫০) আকাশকে ডেকে এনে সঙ্গবদ্ধভাবে হামলা চালায়। এতে মোকছেদ আলী গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর নিহতের ভাই মো: মাসুম (২৫) গৌরীপুর থানায় ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১৪ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: সামসুজ্জামান জানান, আকাশকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।