মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্বাস চৌধুরী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আব্বাস চৌধুরী ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মরহুম মোসলেম চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আবুল জমাদ্দারের সাথে একই এলাকার শহীদ মাতুব্বার ও আব্বাস চৌধুরীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে আব্বাস চৌধুরীসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।
পরে গুরতর অবস্থায় আব্বাসকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। আজ রোববার দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে ফের উত্তেজনা দেখা যায়। মোতায়েন করা হয় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম জানান, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীকে সাথে নিয়ে বাড়ানো হয়েছে পুলিশ টহল। আব্বাস চৌধুরীর মৃত্যুকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা বা সংঘর্ষের ঘটনা ঘটায়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



