তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে সচেতন জামালগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাসান আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আলতাফুর রহমান, মাওলানা মাছরুফ আহমেদ, নজির হোসেন, ক্বারী আব্দুল কুদ্দুস, সৈয়দ স্বপন, আরিফ বাদশা, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মুরছালিন প্রমুখ।
বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন, হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা নিম্নমানের। এদিকে সরকারি কর্মঘণ্টার সময় বেশির ভাগ চিকিৎসক সময়মতো চিকিৎসা সেবা না দিয়েই প্রাইভেট হাসপাতালে গিয়ে রোগী দেখেন। হাসপাতালের আশপাশে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বসে রোগী দেখেন তারা। হাসপাতালের অপরিচ্ছন্নতায় রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়া হাসপাতালে দালাল ও বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্যসহ বিভিন্ন অভিযোগ এনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঈন উদ্দিন আলমগীকে প্রশাসনিকভাবে অযোগ্যতা ও ব্যর্থতার দায়ে তার অপসারণের দাবি জানান বক্তারা।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঈন উদ্দিন আলমগীর বলেন, ‘৩১ শয্যার হাসপাতালে চিকিৎসক সঙ্কটসহ বিভিন্ন পদের লোকবল নেই। তারপরেও চেষ্টা করে যাচ্ছি মানুষের সেবা করার। যখনই কোনো অভিযোগ আমার কাছে এসেছে আমি তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করি। আমি কর্মঘণ্টার পর নিজেই প্রাইভেট রোগী দেখি না। হঠাৎ এলাকার কোনো রোগী এলে আমি যথাযথ মূল্যায়ন করি। হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’