ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর গ্রামের পুলিশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার তাছেম আলীর বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের খাবার শেষে বাড়ির পাশের দোকানে চা খেতে যান শফিকুল। কিছুক্ষণ পর বাড়িতে এসে তার ঘরের ভেতর অপরিচিত লোক দেখতে পান। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফুর রহমান বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মোছা: লাবনী আক্তার ও মেয়ে ইভাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।



