ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় প্রতিষ্ঠিত ‘ফখরে বাঙ্গাল’ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে আড়ম্বরপূর্ণভাবে পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতী মুবারকুল্লাহ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আখতারুজ্জামান, শিক্ষা সচিব আল্লামা মুফতি শামসুল হক সুফিজী, সিনিয়র মুহাদ্দিস মুফতী সিবগাতুল্লাহ নূরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও সহকারী শিক্ষাসচিব মাওলানা আবু বকর।
কর্তৃপক্ষ জানান, পাঠাগারটি ইসলামী জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চারও একটি আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে তাফসীর, হাদীস, ফিকহ, আরবি সাহিত্য, ইতিহাস, দর্শনসহ বাংলা ও ইংরেজি ভাষার মূল্যবান বই সংরক্ষিত হয়েছে। পাঠবান্ধব পাঠাগারটি ছাত্রদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে।
সভাপতির বক্তব্যে আল্লামা মুফতী মুবারকুল্লাহ বলেন, ইসলাম ছাড়া পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই, যার প্রথম আহ্বান ‘ইকরা’ অর্থাৎ পড়। পাঠাগার সেই আহ্বানের বাস্তব রূপ।’
পাঠাগারের সমৃদ্ধি, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও দেশ-জাতির কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন আল্লামা শায়খ সাজিদুর রহমান।