ফরিদপুরের বোয়ালমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় ৭ দশমিক ৬৫ মিলিমিটারের একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
মাহবুবুর রহমান সজীব বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার মরহুম হাবিব মিয়ার ছেলে।
সেনা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছেন বলে জানা যায়। এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানে বাজার এলাকা ঘিরে সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি করা হলে সেখান থেকে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শিমুল মোল্লা জানান, এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সাথে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সেনা সূত্র আরো জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাঠে রয়েছে সেনাবাহিনী।



